জুলাই শহীদদের স্মরণে ফেনীতে ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া

ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মীর মু. জিলানী, প্রকাশনা সম্পাদক নাজমুল হক প্রমুখ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
জুলাই শহীদদের স্মরণে ফেনীতে ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া
জুলাই শহীদদের স্মরণে ফেনীতে ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া |নয়া দিগন্ত

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগ সভাপতি সালাউদ্দিন ভূঞা কিরণ।

ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মীর মু. জিলানী, প্রকাশনা সম্পাদক নাজমুল হক প্রমুখ।

সালাউদ্দিন ভূঞা কিরণ বলেন, জুলাই আন্দোলনের স্প্রীরিট ধারন করতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একইসাথে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেই ব্যাপার সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।