বগুড়ার শেরপুর উপজেলায় মুক্তা খাতুন (১৮) নামের এক গৃহবধূর লাশ বাড়িতে রেখে স্বামীসহ পরিবারের লোকজন উধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
গৃহবধূ মুক্তা ওই গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
মুক্তার ভাই মাসুদ জানান, প্রতিবেশী তাকে রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে জানায় যে তার বোন মুক্তা গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ওই সময় মাসুদ মুক্তার স্বামী ইয়াসিনের সাথে মোবাইলে কথা বলতে চাইলে ওই প্রতিবেশী বলেন, তারা সবাই লাশ রেখে বাড়ি থেকে পালিয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন জানান, লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



