পানছড়ি বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকায় বিজিবির অভিযানে অবৈধভাবে কাটা ৬২ দশমিক ৪৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Khagrachhari
পানছড়ি বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ
পানছড়ি বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শুকনাছড়ি থেকে অবৈধভাবে কাটা ৬২ দশমিক ৪৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নায়েব সুবেদার মো: তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলে এগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত কাঠ বন বিভাগে জমা করা হয়েছে বলে উপজেলা বনবিভাগ অফিস নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে নিরাপত্তা, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।