সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে পা পিছলে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলে রাজ্জাক মল্লিকের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) ভোরে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন সহকর্মীরা।
জেলে রাজ্জাক মল্লিকের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম ইউসূফ আলী মল্লিকের ছেলে। তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, এক দিন আগে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মুকুল সাহার মালিকানাধীন জেলে ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন রাজ্জাক মল্লিক। ঘটনার দিন শনিবার রাত ৮টার দিকে সহকর্মীদের সাথে রাতের খাবার খেয়েছিলেন তিনি। খাওয়া-দাওয়া শেষ করে ট্রলারের পেছনের অংশে গিয়ে পানি খেয়ে থাল ধুতে গিয়ে ঢেউয়ের তোড়ে পা পিছলে সাগরে পড়ে যান।
ট্রলারে থাকা অন্য জেলেরা বিষয়টি না দেখলেও পাশের ট্রলার থেকে দেখে জেলেরা ডাক-চিৎকার দিয়ে তাদের জানান। পরে সহকর্মীরা জাল ফেলে খোঁজাখুজি করে আধাঘন্টা পর তার লাশটি উদ্ধার করেন।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, ‘পায়রা সমুদ্র বন্দর থেকে ১০ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ভাত খেয়ে থাল ধুতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে পা পিছলে সাগরে পড়ে যান জেলে রাজ্জাক মল্লিক। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ট্রলারের অন্য জেলেরা।’