পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: জহিরুল ইসলাম জুয়েলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালত চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জহিরুল ইসলাম জুয়েল উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মো: হালিম সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’