মানিকগঞ্জে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান সদর উপজেলা

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। শিবালয় উপজেলাকে ৩-২ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জয়ী হয় তারা।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। শিবালয় উপজেলাকে ৩-২ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জয়ী হয় তারা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অতিরিক্ত দায়িত্ব- সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জেলা জামায়াতে আমির মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আরিফুর রহমান বাবু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন ‌প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৬ আগস্ট শুরু হয় মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলের আসর। জেলার ৭ উপজেলার মোট ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। এরমধ্যে রয়েছে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর, দৌলতপুর, শিবালয়, সিঙ্গাইর ও মানিকগঞ্জ সদর।

বিগত প্রায় ২ যুগেও মানিকগঞ্জে এমন উপচে পড়া দর্শকদের নিয়ে এমন ফুটবল আয়োজন হয়নি।

স্টেডিয়ামে জায়গা না হওয়াতে হাজার হাজার দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে বলে জানা গেছে। এ সময় মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রতিষ্ঠা করার দাবি তুলে জনতা।