দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশকালে চার বাংলাদেশী আটক

`আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।'

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক চারজন
সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক চারজন |নয়া দিগন্ত

দিনাজপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) ৪২ বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ি গ্রামের মো: আমান উল্লাহর ছেলে আ: কাদের (২৮), বিরল উপজেলার ফুলবাড়ি হাট বনগ্রাম এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও বিরল উপজেলার দাসনগর এলাকার নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার ভোর ৩টার দিকে বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে সাত থেকে আট মাস আগে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন এবং ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।