সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিহত আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খান্দকার সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
সিরাজগঞ্জ জেলা ম্যাপ
সিরাজগঞ্জ জেলা ম্যাপ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫) নামে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

নিহত আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খান্দকার সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, উল্লাপাড়া উপজেলার পুরান বেড়া গ্রাম থেকে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে অসুস্থ বাবাকে নিয়ে দু’ছেলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।