বাগদহ ডিগ্রি কলেজের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলার বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজেরা ডাংগা ইউনিয়নের বাগদহ ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২জুন) দুপুরে দেবীগঞ্জ বাগদহ কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলার বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়াসহ উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্য রাখেন বাগদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন প্রধান। শিক্ষা বিষয়ে আলোচনা করেন বিএনপির চেংঠী হাজেরাডাজ্ঞা ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রামাণিক (বুলু মাস্টার)। সঞ্চালনা করেন বাগদহ কলেজের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগদহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও দেবীগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: তবারক হ্যাপি।