পাংশায় ক‌লে‌জের ওয়াশরু‌মে ধর্ষণের অভিযোগে ছাত্র গ্রেফতার

‘ছা‌ত্রীর বাবা বা‌দি হ‌য়ে আজ মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার পর আসা‌মি‌কে গ্রেফতারের পর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
পাংশায় ক‌লে‌জের ওয়াশরু‌মে ধর্ষণের অভিযোগে ছাত্র গ্রেফতার
পাংশায় ক‌লে‌জের ওয়াশরু‌মে ধর্ষণের অভিযোগে ছাত্র গ্রেফতার |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশা উপজেলার ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সহপাঠী এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পাংশা ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রে‌ন। মামলার পর অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার ক‌রে‌ পু‌লিশ।

এর আগে বুধবার পাংশা উপ‌জেলার ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জে এ ঘটনা ঘ‌টে। আসা‌মি(১৭) অপ্রাপ্ত বয়স্ক এবং অভিযোগ এখনো প্রমাণিত না হওয়ায় নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

মামলার এজাহা‌রে উল্লেখ করা হয়, অভিযুক্ত ওই কি‌শোর ছাত্র বাহাদুরপুর ইউ‌নিয়‌নের ডা‌ঙ্গিপাড়া গ্রা‌মের বা‌সিন্দা ছাবের মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়েই ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের একাদশ শ্রেণীর শিক্ষার্থী হওয়ায় তা‌দের ম‌ধ্যে প‌রিচয় ও প্রেম হয়। এই সুযোগে ওই ছাত্র বিয়ের প্রলোভন দে‌খি‌য়ে ছাত্রী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রে।

সর্বশেষ গত বুধবার ক‌লে‌জের ওয়াশরু‌মে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। প‌রে বিষয়‌টি ক‌লেজ কতৃপক্ষ টের পে‌য়ে তাদের অভিভাবক‌দের খবর দেয়।

পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন ব‌লেন, ‘ওই ছা‌ত্রীর বাবা বা‌দি হ‌য়ে আজ মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার পর আসা‌মি‌কে গ্রেফতারের পর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’