মশা নিধনে চসিকের ক্রাশ প্রোগ্রাম

ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান চসিক কর্মকর্তারা।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান চসিক কর্মকর্তারা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেনের নির্দেশে নগরের অন্যতম ব্যস্ত অঞ্চল প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আশপাশের এলাকা ও সংলগ্ন সড়কগুলোতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের উপস্থিতি থাকায় এ এলাকা দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে অঞ্চলটি চসিকের বিশেষ নজরদারিতে রয়েছে।

চসিক সূত্র জানায়, নগরীর মোট ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে। এসময় লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়ি ও দোকানে সচেতনতামূলক নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি যারা নির্দেশনা মানছেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে।

অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা: সারওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা কল্লোল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, পথচারী ও সাধারণ এলাকাবাসী সক্রিয়ভাবে অংশ নেন।

চসিক কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে নগরজুড়ে এ কার্যক্রম আরো জোরদার করা হবে। হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়ন্ত্রিত, পরিকল্পিত ও নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।