সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল

আব্দুল মান্নান তালুকদার ছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
আব্দুল মান্নান তালুকদার
আব্দুল মান্নান তালুকদার |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মান্নান তালুকদার ছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম জানান, ‘মরহুমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ ও তাড়াশে জানাজার পরে তার নিজ গ্রাম ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সিরাজগঞ্জের মালশাপাড়া কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।