সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাহফিলের আয়োজন করে টাঙ্গাইলের কুরতুবী মাদরাসা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান, কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসার বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফতি আশরাফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান, কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরণ্য ইমতিয়াজসহ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।



