নড়াইলে শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক রবীন্দ্রনাথ

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।

Location :

Narail
নড়াইল শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক রবীন্দ্রনাথ
নড়াইল শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক রবীন্দ্রনাথ |নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদকে সভাপতি ও গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।

এ কমিটি ঘোষণার মধ্যদিয়ে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন রবীন্দ্রনাথ মন্ডল।

এদিকে, রবীন্দ্রনাথ মন্ডলের চাকরির মেয়াদ দুই বছর থাকায় পরবর্তীতে এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন এ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান শিক্ষক মহিদুর রহমান, ফরিদুল ইসলাম, ফকির ওয়াহিদুজ্জামান, ধ্রুব কুমার ভদ্র, হায়দার আলী, নিমাই চন্দ্র পালসহ আরো অনেকে।