পিরোজপুরের কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আবার অনেকে খালি হাতে ফিরছেন বাড়ি। ফলে ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে সরেজমিনে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৭০ টাকা, রেহা ৬০ টাকা, ঝিঙা ৭০ টাকা, কচুর লতি ৫০ টাকা, চালকুমড়া মাঝারি আকারে প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং শাকের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
কাঁচামাল ব্যবসায়ী সুজন ও কাবুল হোসেন জানান, ‘স্থানীয় উৎপাদন চাহিদা মেটাতে পারে না। বাইরের মোকাম থেকে সবজি আনতে হয়, যার সাথে যানবাহন খরচ যুক্ত হয়ে দাম বাড়ছে।’
এছাড়া ব্যবসায়ী আল আমিন হোসেন বলেন, ‘সরবরাহ কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।’
সবজি ক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘৬০ টাকার নিচে কোনো সবজি নেই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না।’
আরেক ক্রেতা মাহফুজের অভিযোগ, ‘বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন।’
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা মনে করেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে ফেলা জরুরি।’
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘বাজার মনিটরিং জোরদার করা হবে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হলে আইনিব্যবস্থা নেয়া হবে।