জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভোলায় মৌন মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়। ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ, মসজিদে মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে আয়োজন করা হয়।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাসান তসলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল হাসান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, হারুনুর রশিদ সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।