রাজধানীতে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৫ জনের মধ্যে দু’জনের বাড়ি লালপুরে

তারা হলেন ওই এলাকার কবিরের দু’ ছেলে সিয়াম ও সাদমান সাদাব।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
সিয়াম ও সাদমান সাদাব (চিহ্নিত)
সিয়াম ও সাদমান সাদাব (চিহ্নিত) |সংগৃহীত

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে দু’জনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার উপজেলা মোড় এলাকায়।

তারা হলেন ওই এলাকার কবিরের দু’ ছেলে সিয়াম ও সাদমান সাদাব।

স্থানীয়রা জানান, কবির ১০ বছর আগে বাড়ি বিক্রি করে ঢাকায় পাড়ি জমান। পরে রাজশাহীতে বসবাস শুরু করেন। সেখানে একটি তেল পাম্পে কাজ করেন তিনি। কবিরের মা ও চার ভাই গোপালপুরে থাকেন।

কিভাবে তারা চাঁদাবাজিতে জড়িয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির দাবি জানান স্থানীয়রা।