চিরিরবন্দরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)

Location :

Chirirbandar
চিরিরবন্দরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
চিরিরবন্দরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি প্রকল্পের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (পিবিজিএসআই) আওতায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ডকুমেনটেশন অফিসার মো: ইমদাদুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলে এলাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আফতাব উদ্দিন মোল্লা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো: সামসুজ্জামান খান, সহকারি প্রোগ্রামার রঞ্জন কুমার রায়, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, প্রতিষ্ঠানের সভাপতি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।