বরিশালে ২৭ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান শুরু

সারাদেশের মতো বরিশালেও রোববার থেকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে জেলায় প্রায় ২৭ লাখ শিশুকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।

খালিদ সাইফুল্লাহ, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে ২৭ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান শুরু
বরিশালে ২৭ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান শুরু |নয়া দিগন্ত

সারাদেশের মতো বরিশালেও রোববার থেকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে জেলায় প্রায় ২৭ লাখ শিশুকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার জানান, নগরীর এক লাখ শিশুকে এ টিকার আওতায় আনা হবে। এদিন সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সহায়তায় সরকার টিকাগুলো সংগ্রহ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই টিকা প্রাণীজ উৎসমুক্ত, নেশামুক্ত এবং সম্পূর্ণ ‘হালাল’।

প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয়েই টিকা পাবে; বিদ্যালয়ের বাইরে সমবয়সীরা ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে। জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করলে টিকা গ্রহণ করা যাবে।

২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে ৮ হাজার জন মারা যায় যার বেশির ভাগই শিশু। চিকিৎসকরা জানান, এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এ প্রাণঘাতী এ রোগ থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।

সরকারের আশা, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে।