মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

‘মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র।’

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ |নয়া দিগন্ত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের(স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) সামনে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১১ জুলাই) রাতে খলিফা পট্রি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহর প্রদক্ষিণ করে বরিশাল দালানের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় দেশব্যাপী বিএনপির অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ সময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচ এম ইব্রাহিম আরিফ, ভোলা সদর থানা শাখার সভাপতি এইচ এম আব্দুর রব।

আরো বক্তব্য রাখেন- ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মো: আবু জাফর, জেলা সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা থানা ও ইউনিয়ন ওয়ার্ডের প্রমুখ।