ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ২

‘অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।’

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ২
ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ২ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় প্রতারণা কালে স্থানীয় জনতা তাদেরকে আটক করে।

আটকরা হলেন- রংপুরের কামাল কাছনা এলাকার আব্দুর সাত্তারের ছেলে মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিক বিন সাত্তার জানিয়েছে, এর আগে সে কখনো র‍্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে প্রতারণা করেছে। পুলিশ বলছে, মুশফিক বিন সাত্তার একজন প্রতারক।

স্থানীয়রা জানায়, অভিযুক্তরা সোমবার বিকেলে নারিকেল তলা এলাকার এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে তার নিকট থেকে টাকা হাতিয়ে নেয়া ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দু’জনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।’