পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বোয়ালিয়া স্লুইস ঘাট এলাকায় হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খা (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা আট জেলের মধ্যে চারজন আহত হন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মাহামুদুল হাসান বলেন, দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দু’জনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী জানান, ঘটনাটি দুঃখজনক। আহতদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।