মুন্সিগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড জামে মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দোয়া ও মুড়ি-বাতাসা বিতরণ করা হয়েছে। শহীদ ওসমান হাদির আদর্শ ও স্মৃতিকে জীবিত রাখতেই এ ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমা নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়তে ওসমান হাদি তার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের শুরুতে মুড়ি ও বাতাসা বিতরণ করতেন। সেই মানবিক উদ্যোগই আজ স্মরণ করা হয়েছে দোয়া ও বিতরণের মাধ্যমে।
আয়োজকরা বলেন, ওসমান হাদির জীবন ও আদর্শ ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। এ মানবিক ঐতিহ্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে তারা আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত রাখতে চান।
নয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে আন্তরিকভাবে স্বাগত জানায় মুসল্লিরা।
তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী কণ্ঠস্বর। যুবসমাজের অনুপ্রেরণা হয়ে তিনি দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন।



