ফেনী সরকারি কলেজে ছাত্রীকে হেনস্তা ও হিজাব নিয়ে কটুক্তি করায় সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী অংশ নেন।
মো: মইনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী ফাতিমা আইমান রুহি ছাড়াও বক্তব্য রাখেন নাজনীন সুলতানা, সিরাজুল হক টিপু, আবদুল আজিজ, আবদুল্লাহ আল আবিদ, সোহরাব হোসেন শাকিল, জিয়াউদ্দিন প্রমূখ।
এসময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, বিপ্লব কুমারের বিচার চাই’ সহ নানারকম স্লোগান দেন।
ফাতিমা আইমান রুহি বলেন, ‘হেনস্তার শিকার হবার পর কলেজ প্রশাসনকে লিখিত অভিযোগ দিই। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন পাঠানো হলেও একসপ্তাহে মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’
নাজনীন সুলতানা বলেন, ‘বিপ্লব কুমার শীলের বিচার যতদিন হবে না ততদিন ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা মাঠে থাকবো। বিচার আদায় করতে লড়াইয়ের শক্তি আমাদের রয়েছে।‘
আব্দুল্লাহ আল আবিদ বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বিপ্লব কুমার শীলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠিন কর্মসূচি ঘোষণা করবো।’



