জামালপুরের বকশীগঞ্জে দুটি বসত বাড়িতে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এতে প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ মধ্যপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল- হোসনা এই অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আলামিনের বাড়িতে প্রথমে ১৪০ বস্তা চালের সন্ধান পাওয়া যায়। এরপর একই এলাকার সাদ্দাম আলীর বাড়িতে আরো ২০ বস্তা চালের খোঁজ মেলে। সব মিলিয়ে মোট ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। উপজেলায় যত গুদাম রয়েছে প্রত্যেকটিতে তল্লাশি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হোসনা জানান, উদ্ধার করা চাল বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।