মোংলায় যৌথ অভিযানে আড়াই লাখ টাকার মাদকসহ আটক ২

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Mongla
কোস্ট গার্ডের হাতে আটক আসামিরা
কোস্ট গার্ডের হাতে আটক আসামিরা |নয়া দিগন্ত

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে আড়াই লাখ টাকার মাদকসহ দু’জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদরাসার পাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার একটি বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫১ হাজার টাকা। এসময় দুইজন মাদককারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো: বেল্লাল হোসেন (৪০) এবং মো: সগির হোসেন (৫২)। দু’জনই মোংলা সদরের বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।