বদলগাছীতে নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকরা নদীর বাঁধের ধারে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Location :

Naogaon
নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে
নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলার জাবারিপুর নদীর বাঁধের সড়কের পাশ থেকে আশরাফুল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে মুড়লো মোড় সংলগ্ন জাবারীপুরহাট এলাকার সরিষা ক্ষেত সংলগ্ন নদীর বাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকরা নদীর বাঁধের ধারে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘রাতের কোনো এক সময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কি-না সেটি তদন্ত করা হচ্ছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।’