জামায়াত প্রার্থী ডা: ফখরুদ্দীন মানিক

অতীতের মতো কেন্দ্র দখলের চিন্তা বাস্তবায়ন করতে দেয়া হবে না

‘অতীতের মতো নির্বাচনে কেন্দ্র দখলের চিন্তা বাস্তবায়ন করতে আমরা দেবো না। দেয়া হবে না। একটি কেন্দ্রও চ্যালেঞ্জ না করে ছেড়ে দেয়া হবে না। গণ রায়কে ছিনিয়ে নিতে দেয়া হবে না। আমরা আমাদের জনশক্তিকে সেভাবেই পাহারাদার হিসেবে প্রস্তুত রাখা হবে।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
জামায়াত প্রার্থী ডা: ফখরুদ্দীন মানিক
জামায়াত প্রার্থী ডা: ফখরুদ্দীন মানিক |নয়া দিগন্ত

চট্টগ্রামে অবস্থানরত ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) ভোটারদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘অতীতের মতো নির্বাচনে কেন্দ্র দখলের চিন্তা বাস্তবায়ন করতে আমরা দেবো না। দেয়া হবে না। একটি কেন্দ্রও চ্যালেঞ্জ না করে ছেড়ে দেয়া হবে না। গণ রায়কে ছিনিয়ে নিতে দেয়া হবে না। আমরা আমাদের জনশক্তিকে সেভাবেই পাহারাদার হিসেবে প্রস্তুত রাখা হবে।’

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের আগ্রাবাদের হোটেল ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ফখরুদ্দীন মানিক আরো বলেন, ‘আমাদের শহীদের রক্তের ভেজা এই কাফেলার জীবন রক্ত বৃথা যেতে পারে না। আমরা নিজেদের জান আর মালকে আল্লাহর রাস্তায় আগেই কুরবান দিয়েছি। আমাদের নেতারা জেনে শুনে অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন দিয়ে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন।’

ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: ফখরুদ্দীন মানিক।

ফখরুদ্দীন মানিক আরো বলেন, সময়টা আমাদের খুবই কম, সময়কে সর্ব্বোচ্চ ব্যবহার করতে হবে। একটা সময় এসেছে, কাজে লাগানোর। আমরা সময়টাকে কাজে লাগাবো। এ সময়টাতে একটু ত্যাগ স্বীকার করবো। ভোটের মাঠে মহিলাদের যে আগ্রহ দেখছি, তা কাজে লাগাতে হবে। মহিলারা গ্রামগঞ্জে যেভাবে জামায়াতের বৈঠক শুনে বাচ্চা কোলে নিয়ে বৈঠকের দিকে ছুটছে, তা কাজে লাগাতে হবে। এ সময়ের মধ্যে গণ রায় নিশ্চিত করতে হবে। নিশ্চিত হতে হবে। তাহলেই আমরা সফল হবো। ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু ইউচুপ। বক্তব্য রাখেন, ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা এনামুল হক, সদস্য সচিব শাহ আলম প্রমুখ।