সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকা থেকে একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিলের বাউন্ডারি দেয়ালের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটার সংলগ্ন ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অস্ত্রটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় উদ্ধার হওয়া অস্ত্রটি একটি কালো ছাই রঙের পুরনো ভারতীয় গ্লোবাস এয়ার পিস্তল। এর ধাতব বাটের ওপর ইংরেজিতে লেখা রয়েছে ‘গ্লোবাস স্পোর্টস, সিন্স-১৯৬৬’। অস্ত্রটির ক্যালিবার ৪.৫ মিলিমিটার, টাইপ সিঙ্গেল শট, স্প্রিং পাওয়ার্ড। ব্যারেলের দৈর্ঘ্য ৪ ইঞ্চি, ধাতব বাটের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি এবং পুরো পিস্তলের দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি। পিস্তলটির ওজন আনুমানিক ৭৫০ গ্রাম।



