সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

অভিযান চলাকালে হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র খুঁজে পেয়েছে দুদকের অভিযানিক দল।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ওসমানী হাসপাতালে দুদকের অভিযান
ওসমানী হাসপাতালে দুদকের অভিযান |নয়া দিগন্ত

সিলেট অঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযান চলাকালে হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র খুঁজে পেয়েছে দুদকের অভিযানিক দল।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটিতে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালায় দুদক।

অভিযানের নেতৃত্বে থাকা দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার জানান, প্রাথমিক তদন্তে বিভাগীয় এ হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেয়া, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেয়া, আউটসোর্সিংয়ে অনিয়ম, ২৬২ জন কর্মচারীর বেতন তিন মাস ধরে আটকে রাখা, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে বাড়তি এক হাজার ৮০০ টাকা নেয়ার অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে অধিকতর তদন্তে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হবে।

এর আগে বুধবার দুপুর থেকে হাসপাতালে অভিযান শুরু করে দুদক দল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেয়া খাবার, প্যাথলজি বিভাগ পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তারা। হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয় বলে জানান দুদক কর্মকর্তারা।

উল্লেখ্য, ৯০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে সেবা নেন ২ হাজার রোগী। হাসপাতালে সেবার মান নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। আছে অনিয়মের অভিযোগও। এদিকে প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।