ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জয়পুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জয়পুরা এলাকায় একটি পরিত্যক্ত ডোবার কচুরি পানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন এবং পরনে কোনো জামা-কাপড় ছিল না। এ সংবাদ লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘লাশের শরীর একেবারে পচে গেছে। পরনে কোনো জামা-কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।



