সাত মাস পর চালু হয়ে ১২ ঘণ্টা পর আবারো থেমে গেল সিইউএফএল

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ কারখানার পুনরায় বন্ধ হয়ে যাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড |নয়া দিগন্ত

প্রায় সাত মাস পর উৎপাদন শুরু করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই আবারো বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উৎপাদন শুরু হলেও রোববার (২ নভেম্বর) বেলা সোয়া ৩টার মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, ‘যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে।’ তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জানা যায়, গত ১১ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অচল ছিল দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়।

এদিকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় গত ১৯ অক্টোবর। সপ্তাহখানেক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করলেও ঘণ্টা কয়েকের মধ্যেই থেমে যায়।

কেজিডিসিএল’র প্রকৌশলী শফিউল আজম খান বলেন, ‘আমরা গ্যাস সরবরাহে কোনো বাধা দেইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।’

সিইউএফএল সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮–৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাস সঙ্কট ও যান্ত্রিক জটিলতায় গত অর্থবছরে উৎপাদন নেমে আসে মাত্র আড়াই লাখ মেট্রিক টনে।

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ কারখানার পুনরায় বন্ধ হয়ে যাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Topics