বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার দাফন সম্পন্ন

অগ্নিদগ্ধের পাঁচ দিন পর আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে নিজ এলাকা ভোলার বোরহানউদ্দিনে তার দাফন সম্পন্ন করা হয়।

Location :

Bhola
জানাজায় অংশ নেয় গ্রামবাসী
জানাজায় অংশ নেয় গ্রামবাসী |নয়া দিগন্ত

মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন স্কুলের আয়া মাসুমা বেগম (৩৬)। অগ্নিদগ্ধের পাঁচ দিন পর আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে নিজ এলাকা ভোলার বোরহানউদ্দিনে তার দাফন সম্পন্ন করা হয়।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বামী মো: সেলিমের গ্রামের বাড়ি রুন্দি গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (২৬ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। পরে ওই দিন রাতেই তার লাশ গ্রামে নেয়া হয়।

নিহতের স্বামী মো: সেলিম জানান, ‘দুর্ঘটনার দিন আমার স্ত্রী স্কুলে কাজে ছিলেন। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে পাঁচ দিন পর তার মৃত্যু হয়েছে। মাসুমা খুবই ভালো মানুষ ছিলেন। স্কুলের ছোট ছোট বাচ্চাদের খুব যত্ন নিতেন। আমাদের ছোট ছেলেটি তার মাকে হারানোর শোকে বারবার জ্ঞান হারি ফেলছে। আমি নিজেই শোকে পাথর হয়ে গেছি। আল্লাহ যেন আমার স্ত্রীকে জান্নাতবাসী করেন সেই দোয়া করবেন।’