চৌগাছা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

যশোরের চৌগাছার মাসিলা সীমান্ত দিয়ে রোববার (১৯ অক্টোবর) বিকেলে ভারত থেকে নারী-শিশুসহ নয়জনকে পুশ ইন করেছে বিএসএফ।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
চৌগাছা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছার মাসিলা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ নয়জনকে পুশ ইন করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে নয়জনকে বাংলাদেশে পাঠায়।

ভারতের থেকে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিরা হলেন- বাঘেরহাট জেলার সরণখোলা উপজেলার ফুড়িয়াখালি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭) তার স্ত্রী খাজিদা আক্তার (৩৫) ও তার ছেলে মাস্টার আব্দুল্লাহ খান (৮), সিলেট জেলার সদর উপজেলার তেররতন গ্রামের তৌদিহ মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন (৩০), গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পানজুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে রাজিয়া বেগম (৩০), ময়মনসিংহ জেলার সদর উপজেলার বৃট্রিশবাড়ী গ্রামের দোলাল খানের মেয়ে কাজল লিপি (৪৫), দিনাসপুর জেলার বিরল উপজেলার মকলেচপুর গ্রামের মনছুর আলীর ছেলে লিটন খান (২৪), দিনাসপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাপগঞ্জ গ্রামের মুন্সি টুডুর ছেলে সুনিল টুডু (২৬) ও দিনাসপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কাকদুয়ারী গ্রামের আব্দুল আমিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)।

৪৯ মাসিলা সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ উদ্দীন বলেন, ‘ভারতের বহেরা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি।’

পুশ ইন হওয়া আব্দুর রাজ্জাক খান বলেন, ‘আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে কেউ হরিয়ানায় ও কেউ উত্তর খন্ডে ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের পতাকা বৈঠকের মাধ্যমে পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।’

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘পুশ ইন করা নয়জন বাংলাদেশিকে সন্ধ্যায় থানায় আনা হয়েছে। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।’