জীবননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী

‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলো এক সময়ের স্বাবলম্বী ব্যবসায়ী ছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা তাদের জীবনে বড় ধাক্কা। জামায়াতে ইসলামী তাদের পাশে থেকে যতটুকু সম্ভব সহায়তা করছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
জীবননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী
জীবননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী |নয়া দিগন্ত

সম্প্রতি চুয়াডাঙ্গার জীবননগর কাঁচাবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখা।

বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে বাজার এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমীন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন এবং বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময় মানবতার পাশে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত ইবাদত। জীবননগরের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

রুহুল আমীন আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলো এক সময়ের স্বাবলম্বী ব্যবসায়ী ছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা তাদের জীবনে বড় ধাক্কা। জামায়াতে ইসলামী তাদের পাশে থেকে যতটুকু সম্ভব সহায়তা করছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ‘চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন শিক্ষা বিভাগের সম্পাদক মাওলানা মহিউদ্দীন,জেলা প্রশিক্ষন সম্পাদক জিয়াউল হক,জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান,জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলনা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন,সেক্রেটারী সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, জামায়াতে ইসলামী নেতা মাওলনা সাইদুল হক, উপজেলা

আইটি সম্পাদক হারুর অর-রশিদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জীবননগর পৌর যুব আমির মাওলনা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল ও পৌর যুব জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জামায়াতে ইসলামীর এই সহযোগিতাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।