ব্রি’তে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভূমিকা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দফতরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘আবহাওয়ার পূর্বাভাস–ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি)
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) |নয়া দিগন্ত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দফতরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘আবহাওয়ার পূর্বাভাস–ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা।

ব্রির পরিচালক (গবেষণা) এবং ল্যাবরেটরি চিফ (ব্রি এগ্রোমেট ল্যাব) ড. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘দেশের কৃষিকে আবহাওয়া-নির্ভর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য আবহাওয়া–ভিত্তিক কৃষি পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘ব্রি এগ্রোমেট ল্যাব সারা দেশের কৃষকদের জন্য লোকেশনভিত্তিক আবহাওয়ার তথ্য ও ফসল ব্যবস্থাপনা নির্দেশনা তৈরি করছে। এই গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত মাঠে ছড়িয়ে দিতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত মুখ্য—কারণ সাংবাদিকরা কৃষকের হাতের নাগালে নির্ভুল তথ্য পৌঁছে দেন।’

তিনি মিডিয়াকে ব্রির গবেষণা, প্রযুক্তি ও আবহাওয়া–ভিত্তিক পরামর্শ আরও ব্যাপকভাবে প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম বলেন, ‘কৃষির ঝুঁকি ব্যবস্থাপনায় আবহাওয়া–নির্ভর সিদ্ধান্ত এখন সময়ের দাবি, আর এ কাজে মিডিয়ার ইতিবাচক সহযোগিতা জরুরি।’

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং ব্রি এগ্রোমেট ল্যাবের ল্যাবরেটরি কো–অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন।

তার উপস্থাপনায় কৃষি আবহাওয়ার পূর্বাভাস, ফসল–পর্যায়ের ঝুঁকি বিশ্লেষণ, কৃষকের জন্য উপযোগী পরামর্শ তৈরির পদ্ধতি এবং মিডিয়ার মাধ্যমে তা দ্রুত প্রচারের কৌশল তুলে ধরা হয়।

কর্মশালায় ব্রির বিভাগ ও শাখা প্রধানসহ গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা কৃষি–সংক্রান্ত তথ্য প্রচারে আরও সমন্বিত উদ্যোগ এবং মিডিয়ার সঙ্গে ব্রি’র নিয়মিত যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।