সীতাকুণ্ডে জামায়াতের দাওয়াতী সপ্তাহ উদ্বোধন

সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী দাওয়াতী অভিযানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Sitakunda
সীতাকুণ্ডে জামায়াতের দাওয়াতী সপ্তাহ চলছে
সীতাকুণ্ডে জামায়াতের দাওয়াতী সপ্তাহ চলছে |নয়া দিগন্ত

‘যত ইউনিট তত টিম, দাওয়াতী অভিযান রাত দিন’ এ স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে জামায়াতের দেশব্যাপী দাওয়াতী অভিযানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মো: শাহজাহান এ দাওয়াতী কার্যক্রম উদ্বোধন করেন।

সীতাকুণ্ড পৌর জামায়াতের উদ্যোগে এ দাওয়াতী অভিযানে প্রধান অতিথি পৌরসদরের ব্যবসায়ীসহ, বিভিন্ন শ্রেনী পেশা ও সাধারণ মানুষের কাছে জামায়াতের আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের নানান দিক তুলে ধরে জামায়াতে যোগদানের আহ্বান জানান।

এসময় তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক মানুষ জামায়াতের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতের সহযোগী সদস্য হন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, পৌরসভা আমির হাফেজ আলী আকবর ভাই, উপজেলা অ্যাসিসট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী ও অন্য নেতারা।