চৌহালী শহর রক্ষা বাঁধে ধস, ৩৫ মিটার এলাকা যমুনায় বিলীন

‘তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কতিপয় অসাধু লোকজন তুলে বাড়ি কিংবা নিজ প্রয়োজনে ব্যবহার করায় চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিশাল অংশ বিলীন হয়েছে।’

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
চৌহালীতে ৩৫ মিটার এলাকা যমুনায় বিলীন
চৌহালীতে ৩৫ মিটার এলাকা যমুনায় বিলীন |নয়া দিগন্ত

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধস নেমেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোরের দিকে জনতা স্কুল-সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় প্রায় ৩৫ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে।

সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। ফলে তীব্র স্রোতে ভাঙনের দেখা দিয়েছে । সোমবার ভোরের দিকে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌহালী উপজেলা শহর রক্ষা বাঁধের চৌদ্দ রশি এলাকায় ৩৫ মিটার ধস নেমেছে।

এদিকে ভাঙন এলাকা দেখতে এসে এক শিক্ষক জানান, তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কতিপয় অসাধু লোকজন তুলে বাড়ি কিংবা নিজ প্রয়োজনে ব্যবহার করায় চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিশাল অংশ বিলীন হয়েছে। আতঙ্কিত এলাকার মানুষ।

এ ব্যাপারে চৌহালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোলায়মান ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি, ৩৫ মিটার এলাকা ধসে গেছে, ধস ঠেকাতে জরুরি কাজ শুরু করা হবে। এ নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পানি বৃদ্ধি ও স্রোতের কারণে চৌহালীর তীর রক্ষার ব্লকসহ জিওব্যাগ নদী গর্ভে চলে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি, দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।