বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের যেসব এলাকায় আমাদের পোস্টার ও ফেস্টুন টাঙানো ছিল, সেগুলো আমরা স্বেচ্ছায় নামিয়ে ফেলছি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জামায়াত নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। নির্বাচন কমিশনের সব নির্দেশনা মেনে চলাই আমাদের অঙ্গীকার।
জামায়াতে ইসলামী সবসময় আইন মেনে, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণে নিজ হাতে প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জুড়ে একযোগে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয়ভাবে এই উদ্যোগ নেয়া হয়। উল্লাপাড়া-সলঙ্গা সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থল থেকে জামায়াতের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসব অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদেরই পালন করতে হবে। আমরা বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধা ও নিয়মতান্ত্রিক রাজনীতিই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। সে কারণেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ দায়িত্বে আমাদের সব প্রচারসামগ্রী অপসারণ করছি।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ স্হানীয় নেতৃবৃন্দ।



