মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলে বয়লারের গ্যাস বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বয়লার মিস্ত্রি শিপন (৪২), অনুকুল (২৮), শাইন (২৭), সবুজ (৩২) ও রেজওয়ান (৪৫)। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমেদ জানান, দগ্ধদের মধ্যে সবুজ ও রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, বয়লারে অতিরিক্ত গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিলো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।