কুমিল্লার মুরাদনগরে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ফ্লেভার জেলি ও আইস ললি তৈরি করার অপরাধে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবদুর রহমান।
এ সময় বিএসটিআই’র অনুমোদন ব্যতীত নিম্নমানের এবং পঁচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে ভেজাল শিশু খাদ্য ফ্লেভার জেলি ও আইস ললি তৈরি করার অপরাধে বাদল ফুড অ্যান্ড বেভারেজ’র মালিককে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আনুমানিক চার লাখ টাকার উৎপাদিত পণ্য বাজেয়াপ্ত এবং বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন বিএসটিআই কুমিল্লার প্রতিনিধি ও মুরাদনগর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবদুর রহমান।