ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আব্দুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো: সিয়াম (১৯) গুরুতর আহত হন।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমান ও সিয়াম ঝালকাঠির ছত্রকান্দা গ্রামের বাসিন্দা এবং মরহুম শাহ আলম খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহমান ও তার ছোট ভাই সিয়াম মোটরসাইকেলযোগে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা রাজাপুরগামী একটি টমটমের সাথে তাদের সংঘর্ষ হয়। টমটমচালক একটি বাস ওভারটেক করার সময় রং সাইডে চলে এলে এই সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন এবং তার ভাই সিয়াম ডান পায়ে আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর ভোর ৩টার দিকে আব্দুর রহমানের মৃত্যু হয়।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম মিত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্তে ছাড়াই লাশ পাওয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



