বান্দরবানে এইচএসসির ফল বিপর্যয় : পাসের হার ৩০.০১ শতাংশ

বান্দরবানে ১৪টি কলেজে মোট ৩৮৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
প্রতীকী ছবি

বান্দরবানে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিপর্যয় নেমে এসেছে। পুরো জেলায় গড় পাসের হার ৩০.০১ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।

বান্দরবানে ১৪টি কলেজে মোট ৩৮৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।

কলেজে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে কোয়ান্টাম কসমো স্কুল কলেজ। এই কলেজ থেকে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। বান্দরবান সরকারি কলেজে ১১৭৪ জনের মধ্যে পাস করেছে ৩৪০ জন। সবচেয়ে খারাপ ফলাফল করেছে রুমা সাঙ্গু কলেজ। ১২৫ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে মাত্র ৬ জন। এই কলেজে পাসের হার ৪.৮ শতাংশ।

মাদরাসায় ১২৩ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১০৪ জন। অন্যদিকে টেকনিক্যালে ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫ জন।

উচ্চমাধ্যমিকে এবার ফলাফল বিপর্যয় নেমে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবক ও স্থানীয়রা। শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপস্থিতি, মনিটরিংয়ের অভাব, শিক্ষক স্বল্পতাসহ নানা অনিয়মের কারণে এবার ফলাফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।