শেষ হলো ফেনীর ৫ দিনব্যাপী বইমেলা

স্টলগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। এছাড়া ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। অনেকে আশার চেয়েও ভালো বিক্রি হয়েছে বলে জানান।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
শেষ হলো ফেনীর ৫ দিনব্যাপী বইমেলা
শেষ হলো ফেনীর ৫ দিনব্যাপী বইমেলা |নয়া দিগন্ত

শেষ হয়েছে ফেনীর পাঁচ দিনব্যাপী বইমেলা। শেষদিনেও ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। এছাড়া শনিবার সমাপনীতে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জামেয়া ইসলামীয়ার পরিচালক মাওলানা মমিনুল হক জাদিদ। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান।

শেষদিনে মেলায় ঘুরে দেখা যায়, স্টলগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। এছাড়া ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। অনেকে আশার চেয়েও ভালো বিক্রি হয়েছে বলে জানান।

গার্ডিয়ান পাবলিকেশন স্টলের শাহ আহমেদ বায়েজিদ বলেন, ‘ভালো বিক্রি হয়েছে। প্রায় ২ শতাধিক বিক্রি হয়েছে। আনুমানিক ৬০-৭০ হাজার টাকা তো হবে।’

পেনফিল্ড পাবলিশনের হাবিব বিন আনোয়ার বলেন, ‘আমাদের এখানে গল্প, উপন্যাস, ছোটদের বই, ইতিহাসভিত্তিক ও দাম্পত্য সম্পর্কিত বই বেশি বিক্রি হয়েছে। আমাদের টার্গেট ছিল মার্কেটিং। সেই অনুযায়ী প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।’

মাকতাবাতুল আজহার স্টলের সোহাগ হোসেন রাফি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। নিয়মিত ক্রেতা আসছে। সন্ধ্যার পরে বেশি জমে উঠে।’

রুহামা পাবলিকেশনের খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আত্মশুদ্ধিমূলক ও বুদ্ধিভিত্তিক বই বেশি বিক্রি হয়েছে। বিশেষ করে আত্মশুদ্ধিমূলক বই বেশি বিক্রি হয়েছে। প্রথমবার হিসেবে ভালো জমেছে এ মেলা। এসব আয়োজন প্রতি বছর করা উচিত।‘

এর আগে ২ ডিসেম্বর মেলার উদ্বোধন করা হয়। মেলার দ্বিতীয় দিন কবি সম্মেলন, তৃতীয় দিন সিরাত ও সাহিত্য সম্মেলনে, চতুর্থ দিন তারুণ্য সম্মেলন ও সমাপনীতে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।