বর্তমান রাষ্ট্রকাঠামোর সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে সামনে রেখে ‘হ্যাঁ‘ ও শাপলা কলিতে ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।’
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শাপলা কলি প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ মাহদীর নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রায় ১১ দলীয় জোটের উক্ত সমাবেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায় করতে জোরালো বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে যারাই আমাদের মা-বোনদের ওপর হামলা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কেউ যদি পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখল করার চেষ্টা করেন, তাহলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ মাহদী বলেন, ‘১১ দলীয় ঐক্য জোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব শহীদ ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ কায়েম করা।’
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রতি ছয় মাস পর পর সবকিছুর উন্মুক্ত হিসাব পেশ করব, ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। আমরা যদি বিজয়ী হই, তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
সরাইল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো: এনাম খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রধান সমন্বয়কারী মাওলানা কুতুব উদ্দিন, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, এনসিপি সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মোবারক হোসাইন, খেলাফতে মজলিস কেন্দ্রীয় দায়িত্বে থাকা আবুল ফাত্তাহ মো: মাশুক, বাংলাদেশ খেলাফতে মজলিস সরাইল উপজেলা সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদি ও মাওলানা আব্দুল আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



