জুলাই গণহত্যার বিচারের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বির্তক সম্পাদক আসাদুল ইসলাম।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী শহর শাখা ছাত্রশিবির।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বির্তক সম্পাদক আসাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী শহর শাখার সেক্রেটারি সেলিম উদ্দিন ও নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান।