দারিদ্র্য বিমোচনে আশা’র প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ

সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
সাংবাদিকদের সাথে এক মতবিমিয় সভায় সংস্থাটি
সাংবাদিকদের সাথে এক মতবিমিয় সভায় সংস্থাটি |নয়া দিগন্ত

দারিদ্র্য বিমোচনে ও নারীর ক্ষমতায়নে ‘আশা’ ময়মনসিংহ বিভাগে চার লাখ ৭৬ হাজার পরিবারকে ৪ হাজার ৩৫৮ কোটি টাকা ‍ঋণ সহায়তা দিয়েছে। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় সংস্থাটি।

সোমবার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।

তিনি জানান, চলতি অর্থ বছরে ৭৯ হাজার সদস্যের মাঝে এক হাজার ৪৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিভিশনাল ম্যানেজার মো: হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবিবা মিরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার সহকারী পরিচালক এম আনসারুল করিম, জেলা ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।