আড়াইহাজারে রাস্তা থেকে নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার ওপর অজ্ঞাত পরিচয়ের (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ; মাথায় আঘাত থাকায় এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে, পরিচয় ও ঘটনার বিস্তারিত যাচাই চলছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে রাস্তা থেকে নারীর লাশ উদ্ধার
আড়াইহাজারে রাস্তা থেকে নারীর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার ওপর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোপালী পৌরসভার মোল্লারচর এলাকার পাওয়ার হাউজের পূর্বপাশের পাকা রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাস্তার ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা। ওই নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Topics