চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার কালা বিবির দীঘির মোড় চায়না রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীস্থ শশী কমিউনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে স্মরণীয়। বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী (ছোটন), রফিক ডিলার, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, আবু সাদেক, আবু বক্কর, জসিম, জামাল আনছারী, মোস্তাক আহমেদ, ইউচুপ মাস্টার, আবদুল হক, ইসমাইল তালুকদার, লিয়াকত, আকতারুজ্জামান, আবু সালেহ, মহরম আলী, মামুন খান, কনক চৌধুরী, নুরুল ইসলাম, সৈয়দ আলম, টিপু চৌধুরী, ফেরদৌস, ইলিয়াস, ইউনুস, তারেকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, ওসমান শিকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছল হোসেন জুয়েলসহ আরো অনেকে।



