সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত অটোরিকশা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত থেমে থেমে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় মহাসড়কের ইয়ামিন চত্বর পাকিজা এলাকার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসযাত্রীসহ সাধারণ মানুষ, কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ পরিপ্রেক্ষিতে সাভার হাইওয়ে পুলিশ মহাসড়কে অটোরিকশা চলাচল করলে চালকদের ২ হাজার ৬০০ টাকা করে জরিমানা করে।
চালকদের দাবি, পুলিশ তাদের অটোরিকশা ধরার পর ২ হাজার ৬০০ টাকা করে নেয়, কিন্তু টাকা নেয়ার কোনো স্লিপ দেয় না।
অবরোধের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুর সাড়ে ১২টায় সেখানে গিয়ে অটোরিকশাচালকদের দাবি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানালে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ শাহজাহান নয়া দিগন্তকে বলেন, ‘অটোরিকশার কোনো লাইসেন্স নেই, সে জন্য জরিমানা করার পর আমরা কোনো স্লিপ দেই নাই। অটোচালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স নেই, আমরা কিসের ওপর ভিত্তি করে তাদের স্লিপ দেবো।’



